ঘরে বসে ইংরেজি শেখার কৌশল

হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম ইংরেজি বর্তমানে আমাদের জীবনে একটি অত্যাবশ্যকীয় বিষয় পরিণত হয়েছে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই ইংরেজি প্রয়োজন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইংরেজি তেমন একটা বুঝি না বা পারিনা। আমাদের মাতৃভাষা বাংলার পাশাপাশি বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকে আমি আপনাদের বলতে চলেছি কিভাবে খুব সহজেই ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন এবং ইংরেজি গ্রামার প্র্যাকটিস করার জন্য একটি ফ্রি টুলস রয়েছে আপনাদের জন্য। চলুন শুরু করা যাক।


ঘরে বসে ইংরেজি শেখার কৌশল-Thirtha Tech
Curved Box with Theme Font

ইংরেজি কেন গুরুত্বপূর্ণ


বন্ধুরা পৃথিবীতে প্রায় 7000 এর বেশি ভাষা রয়েছে কিন্তু এর মধ্যে ইংরেজি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষাও খুবই গুরুত্বপূর্ণ কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইংরেজি প্রয়োজনীয়। বর্তমানে এই যুগে ইংরেজি শুধু একটি ভাষা নয়, বরং এটি বিশ্বব্যাপী যোগাযোগের অন্যতম প্রধান একটি মাধ্যম। বিদেশে চাকরি, উচ্চশিক্ষা, অনলাইনে ব্যবসা ,ফ্রিল্যান্সিং এবং ফেইসবুক মেসেঞ্জারে কথা বলার জন্য ইংরেজি একটি প্রয়োজনীয় বিষয় হয়ে উঠেছে। তাই আমাদের জীবনে ইংরেজির গুরুত্ব অনেক। আপনারা চাইলেই খুব সহজে ঘরে বসে ইংরেজি শিখতে পারেন। 


Curved Box with Theme Font

ইংরেজি শেখার কৌশল

ইংরেজি শেখার বিভিন্ন কৌশল রয়েছে তার মধ্যে অন্যতম কিছু কৌশল নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনি কি কারণে ইংরেজি শিখতে চান যেমন ধরুন কেউ চাকরির জন্য ইংরেজি শিখতে চায় কেউ আবার IELTS বা TOEFL পরীক্ষার জন্য, আবার কেউ ভ্রমণের জন্য, কেউ বা ইউটিউব বা সিনেমা বোঝার জন্য ইত্যাদি। আপনি যদি আপনার লক্ষ্য নির্ধারণ করতে পারেন তবে ইংরেজি শিখা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। যখন আপনি আপনার উদ্দেশ্য জানবেন, তখন আপনার শেখার পথ আরও অনেক সহজ হয়ে যাবে।


 

Curved Box with Theme Font

প্রতিদিন নতুন শব্দ শিখুন

আপনাদের আমি প্রথমেই বলে রাখি যে একদিনেই কিন্তু কেউ সব শিখতে পারে না আপনি যদি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান তাহলে প্রতিদিন কমপক্ষে ১০ টি করে নতুন শব্দ শিখুন। আপনি যত বেশি ইংরেজি শব্দ শিখবেন আপনার ইংরেজি এর শব্দ ভান্ডার তত বেশি বাড়বে। আপনি যদি প্রতিদিন ১০ টি শব্দ শিখতে পারেন তবে বছরে প্রায় ৩৬৫০ টির মত শব্দ শিখে ফেলতে পারবেন। প্রয়োজনে একটি ডায়রি নিজের সঙ্গে রাখুন সেখানে লিখুন দিনশেষে আবার রিভিশন করুন ।


Curved Box with Theme Font

ইংরেজি শুনুন

আপনি কি জানেন? ইংরেজি শেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইংরেজি শোনা। আপনি যদি প্রথমে কিছু না বুঝতে পারেন তবে বেশি বেশি ইংরেজি শুনুন। ইংরেজি উচ্চারণ ভালো ভাবে বুঝতে শিখুন ইংরেজি প্রধানত ২ রকমের ব্রিটিশ ও আমেরিকান । এদের মধ্যে ভাষার উচ্চারণ ও বানানে কিছুটা পার্থক্য রয়েছে আপনি যেকোনো একটি মনযোগ দিয়ে শিখুন তাতেই যথেষ্ট। অন্যদের সাথে বেশি বেশি ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন। এছাড়াও আপনি যা শুনতে পারেন 


• ইংরেজি গল্প বা অডিও বুক

• ইংরেজি ইউটিউব চ্যানেলের ভিডিও 

• TED Talks

• BBC, VOA Learning English


আপনি যদি প্রথমে ওদের কথা কিছু বুঝতে না পারেন তাহলে Sub Tittle ব্যবহার করতে পারেন, পরে বুঝার সাথে সাথে এটি না ব্যবহার করলেও চলবে।



Curved Box with Theme Font

ইংরেজি বই ও গল্প পড়ুন

গল্পের বই পড়া হচ্ছে ইংরেজি শেখার অন্যতম সহজ উপায় এতে মজাও হয় আবার ইংরেজি ভাষাও শেখা‌ যায়। আপনি চাইলে প্রথমে ছোট অনুচ্ছেদ দিয়ে শুরু করতে পারেন তারপর ধীরে ধীরে বড় বড় কমিকস এর বই পড়ে দেখতে পারেন। খেয়াল করুন যখনই নতুন শব্দ দেখবেন তখন সেটা নোট করে রাখুন এবং পরে বুঝার চেষ্টা করুন। বারবার ইংরেজি পড়া ও শোনার মাধ্যমে আপনি এ ভাষায় দক্ষতা অর্জন করতে পারেন ও সহজেই ইংরেজি শিখতে পারবেন একদিনেই কিন্তু কেউ সব শিখতে পারে না তাই জন্য ইংরেজিতে একটি প্রবাদ আছে 


                      Slow but Steady 

                                     wins the race



Curved Box with Theme Font

প্রতিদিন ইংরেজি কিছু লিখুন

 প্রায় ১০ থেকে ২০ লাইন নিয়মিত ইংরেজি লেখুন এতে আপনার ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি পাবে এবং বানানে ভুল থাকলে তা ধীরে ধীরে ঠিক হবে এর জন্য আপনি একটি খাতা রাখতে পারেন বেশি বেশি ইংরেজিতে লিখলে আপনি আপনার ভুলটা খুব সহজেই ধরতে পারবেন এবং ইংরেজি গ্রামার এর শুদ্ধতা যাচাই করতে আমার দেওয়া গ্রামার চেকার টুলস ব্যবহার করতে পারেন খুব সহজেই এবং সম্পূর্ণ বিনামূল্যে সেটি আপনি এই আর্টিকেল এর শেষ এ পাবেন।



Curved Box with Theme Font

ইংরেজি মুভি ও কমিকস দেখুন

ইংরেজি শেখার মজাদার একটি উপায় হচ্ছে ইংরেজি মুভি ও সিরিজ দেখা। প্রথমে আপনি যা দিয়ে শুরু করতে পারেন ।


• The Pursuit of Happyness 

• Home Alone

• Forrest Gump

• Harry Potter

• Sherlock

• Friends

• How I Met Your Mother

• Sherlock



Curved Box with Theme Font

ইংরেজি শেখার অ্যাপ

ইংরেজি শেখার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে। এই অ্যাপ নিয়মিত ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই ইংরেজি সহ অন্যান্য ভাষাও খুব সহজেই শিখতে পারবেন। এ ধরনের বিভিন্ন অ্যাপস রয়েছে যা দিয়ে আপনি ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন। এখানে কিছু জনপ্রিয় ইংরেজি শেখার অ্যাপস দেওয়া হলো।

• Duolingo

• Hello English

Curved Box with Theme Font

ইংরেজি শেখার টুলস

আমি আপনাদের প্রথমেই বলেছি যে একটি ইংরেজি শেখার টুলস দিব এই রুলস এর মাধ্যমে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন। এই তুলছে যদি আপনি কোন ইংরেজি সেন্টেন্স লেখেন তবে তার গ্রামার এই টুইসটি চেক করে দিবে। এতে আপনি গ্রামারও খুব ভালোভাবে শিখতে পারবেন।

গ্রামার চেকার টুল

Comments

জনপ্রিয় পোস্টসমূহ