হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম আপনাদের মধ্যে অনেকেই আছে যারা শাওমি ফোন ব্যবহার করেন শাওমির প্রায় বেশিরভাগ ফোনে গেম খেলার জন্য গেম টারবো ফিচারটি রয়েছে যারা হেভি গেমিং করে তাদের জন্য গেম টারবো খুবই প্রয়োজনীয় এর সাহায্যে লেগ ফ্রী হাই এফ পি এস FPS এ গেমিং করা যায়, এটি সিকিউরিটি অ্যাপে থাকা একটি ফিচার যার ভিতরে গেম ও অ্যাপ অ্যাড করে আপনি পারফরমেন্স বাড়াতে পারবেন, এই টার্ব ফিচারটি শাওমি কম্পানির প্রায় বেশিরভাগ মোবাইলেই দেওয়া থাকে গেম টার্বর সাহায্যে গেম খেলা অবস্থায় আপনি পারফরম্যান্স বুষ্ট ও নেটওয়ার্ক বুস্টের মত সুবিধা পাবেন তাই আজকে আমি আপনাদের বলব কিভাবে শাওমি ফোনে গেম টার্বো ফিচারটি ব্যবহার করতে হয়। চলুন বিস্তারিতভাবে বলি ।।
আগেই বলে রাখি গেম টার্ম কিন্তু সকল ফোনে সাপোর্ট করে না এটি শুধু শাওমি মোবাইলেই সাপোর্ট করে তাও শাওমির সকল মোবাইলের নয় যে সকল মোবাইল গুলো শাওমি প্রথমদিকে বের করেছি এবং ফ্ল্যাগশিপ মডেলের তাদের ভেতর গেম টার্বো সাপোর্ট করে আর যত সব ফ্ল্যাগ সিপ মোবাইল রয়েছে এখানকার ভিতরেও গেম টার্বো সাপোর্ট করে কম দামি মোবাইল যেমন দশ-বারো হাজার টাকা এসব মোবাইলে সাধারণত গেম টার্বো সাপোর্ট করে না গেম টার্বো ফিচারটি একা থাকে না এর সাথে ভিডিও টোল বক্স ফিচারটিও থাকতে পারে গেম টার্বো ফিচারটি সাধারণত শাওমি মোবাইলের সেটিংস এর স্পেশাল ফিচার অপশনে থাকে আপনার মোবাইলে যদি সেটিংস অপশনে গিয়ে এই স্পেশাল ফিচার অপশনটি না দেখতে পান তাহলে ভাববেন গেম টার্বো ফিচারটি আপনার মোবাইলে সাপোর্ট করবে না আমি এখানে গেমটা ফিচারটি যেসব মোবাইলে সাপোর্ট করবে তার নাম দিয়ে দিচ্ছি দেখে নিন আপনার মোবাইলটা আছে কিনা ।।
| Model | Support |
|---|---|
| POCO F1 | MIUI 10.3 |
| POCO F2 Pro | Native |
| POCO F3 / F3 GT | Native |
| POCO F4 / F4 GT | Native |
| POCO F5 / F5 Pro | HyperOS |
| POCO X2 / X3 / X3 Pro / X3 GT | Native |
| POCO X4 GT / X4 Pro 5G | Native |
| POCO X5 / X5 Pro 5G | Native |
| POCO X6 / X6 Pro | HyperOS |
| POCO X7 Pro | HyperOS v6 |
| POCO M4 Pro / M6 Pro 4G | Native |
| POCO C75 5G | HyperOS |
| Model | Support |
|---|---|
| Redmi Note 5 Pro | MIUI 10.3 |
| Redmi Note 6 Pro | MIUI 10.3 |
| Redmi Note 7 / 7 Pro | MIUI 10.3 |
| Redmi Note 8 / 8T / 8 Pro | Native |
| Redmi Note 9 / 9S / 9 Pro / 9 Pro Max | Native |
| Redmi Note 10 / 10 Pro / 10 Pro Max | Native |
| Redmi Note 11 / 11 Pro / 11 Pro+ | Native |
| Redmi Note 12 / 12 Pro / 12 Pro+ / 12 Turbo | Native |
| Redmi Note 13 / 13 Pro | HyperOS |
| Redmi Note 14 Pro / 14 Pro+ | HyperOS v6 |
| Redmi K20 / K20 Pro | Native |
| Redmi K30 / K30 Pro | Native |
| Redmi K60 Ultra / K60E | HyperOS |
| Redmi K70 Pro / K70 Ultra | HyperOS |
| Redmi K80 Pro | HyperOS v6 |
| Redmi Pad SE 8.7 Wi-Fi | HyperOS |
| Model | Support |
|---|---|
| Mi 8 / 8 Pro | MIUI update |
| Mi 9 / 9 SE | Native |
| Mi MIX 2S / MIX 3 | MIUI update |
| Mi 10 / 10 Pro / 10T / 10T Pro | Native |
| Mi 11 / 11 Ultra / 11X / 11i | Native |
| Mi 11T / 11T Pro / 11 Lite 5G NE | Native |
| Xiaomi 12 / 12 Pro / 12 Pro D / 12S Ultra / 12T Pro | Native |
| Xiaomi 13 / 13 Pro / 13 Ultra | Native |
| Xiaomi 14 / 14 Ultra / 14T | HyperOS v6 |
| Xiaomi 15 / 15 Pro | HyperOS v6 |
| Mi MIX Fold 2 / 3 / 4 | HyperOS |
| Xiaomi Pad 7 Pro | HyperOS |
প্রথমে বলে রাখি গেম টারবো ব্যবহারের অনেক উপকারীতা রয়েছে গেম টার্বো ফিচারটি সাধারণত যারা হেবি গেমিং করে তাদের জন্য প্রযোজ্য এছাড়াও যে কোন অ্যাপ বা গেমের পারফরম্যান্স বুষ্ট করার জন্য গেম টার্বো প্রয়োজনীয় ধরুন আপনি ফ্রি ফায়ার বা পাবজি খেলছেন এক্ষেত্রে গেম টার্বো ফিচারটি ব্যবহারের ফলে গেমের এপিএস বুষ্ট হবে এপিএস ড্রপ বা ফ্রেন্ড ড্রপ হবে না আপনি ৬০ অথবা ৯০ এফ পি এস এ গেমিং করতে পারবেন অথবা গেম খেলার মাঝে যদি আপনার গেমের কোন অংশের ছবি অথবা ভিডিও করতে হয় তাও করতে পারবেন গেমের মধ্যে থাকা অবস্থায় আপনি ক্লিনার অপশনটির মাধ্যমে মোবাইলের পারফরম্যান্স বাড়াতে পারবেন তাছাড়া গেম খেলার জন্য নেটওয়ার্ক একটি প্রয়োজনীয় বিষয় এই গেম টার্বো ফিচারটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ব্যান্ডউইথ স্টেবলিটি বজায় রাখতে পারবেন তাই গেম টার্বো মোবাইলে থাকলে খারাপ হয় না এছাড়াও Call Settings এর সুবিধা ব্যবহার করতে পারবেন। গেম টারবো ব্যবহার করলে গেমিং পারফরম্যান্স বাড়বেই এছাড়া এর অনেক সুবিধা রয়েছে অনেক ফোনে এই গেমিং ফিচার্ড এর পাশাপাশি ভিডিও টুল বক্স এর সুবিধা পাওয়া যায় এর সাহায্যে আপনি ইউটিউবে স্ক্রীন লক করেও ভিডিও শুনতে পারবেন কোন প্রকার youtube প্রিমিয়াম subscription নেওয়া ছাড়াই ।
আগেই আপনাদের বলে রাখি গেম টার্বো MIUI ভার্সনের উপর নির্ভর করে না অনেক পুরাতন মোবাইল আছে যেখানে MIUI VERSION 9-10 এও গেম টার্বো ফিচারটি শাওমি কোম্পানি দিয়েছে কিন্তু বর্তমানে বেশিরভাগ ফোনই MIUI অনেক আপডেটেড ভার্সন বেরিয়ে এসেছে আবার শাওমি তাদের নিজস্ব ভিন্ন ইউ আই হাইপার ও এস বের করেছে এর মধ্যেও গেম টার্বো ফিচারটি রয়েছে তবে আপনি এটা জেনে রাখুন বর্তমান ফোনে গেম টার্বো ফিচারটি রয়েছে তাদের বেশিরভাগই মি ইউ আই ভার্সন ১৩-১৪ তাই বলে রাখি অনেক ফোন আছে যাদের ভিতর MIUI 12.5 এও গেম টার্বো ফিচারটি রয়েছে। এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার ফোনের হার্ডওয়্যর প্রসেসর রেম রম এসবের উপর তবে যেসব ফোন একটু কম দামি যেমন রেডমি 9C ও 9A এগুলোতে গেম টার্ব ফিচারটি নেই আপনাদের বুঝতে হবে এসব ফোনগুলো গেমিং এর জন্য নয় তাহলে শাওমি কোম্পানি কেন গেম টার্বো ফিচারটি দেবে এসব ফোন টুকটাক কাজ করার জন্য হেব্বি গেম খেলার জন্য নয় তাই এতে গেম টার্বো ফিচারটি নেই আর যেসব ফোন একটু ভালো মানের তাদের কম ভার্সন থাকা সত্ত্বেও সেখানে গেম টার্ব ফিচারটি দেওয়া হয় ।
না তেমন একটা ব্যাটারি বেশি খরচ হয় না তবে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার মোবাইলের উপর গেম তারপর সাধারণত আপনার গেমিং পারফরম্যান্স পোস্টের জন্য ব্যবহার করা হয় এটি গেম খেলার সময় অবাঞ্ছিত কল এসএমএস ব্লক করে যাতে গেমিং ডিসটেন্স না হয় এছাড়াও ফ্রী ফায়ার পাবজি খেলার সময় ফ্রেম রেট ড্রপ হয় না । গেম টার্বোতে আপনি গেম এর পাশাপাশি অন্যান্য অ্যাপস ও যুক্ত করতে পারবেন এতে আপনার গেমিং পারফরমেন্সের পাশাপাশি অন্যান্য অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো হবে ভালো মতো ব্যবহার করতে পারবেন ।
শাওমি সাধারণত বর্তমান ফোনে ভিডিও টুলবক্স সুবিধাটি দেয় না কিন্তু পুরাতন যেসব ফোন রয়েছে যাদের MIUI আপডেটের মাধ্যমে গেম টার্বো দেওয়া হয়েছে তাদের অনেকেরই ভিডিও টুল বক্স সুবিধা রয়েছে এর সাহায্যে ইউটিউব সহ অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মে প্রিমিয়াম সাবসক্রিপশন নেওয়া ছাড়াই আপনি স্ক্রিন লক করে গান শুনতে পারবেন এই ভিডিও টুলবক্স ফিচারটিও সেটিংস এর স্পেশাল ফিচারস অপশনে থাকে আপনারা আপনাদের ফোনে চেক করতে পারেন ।
গেম টার্বো ডাউনলোড করার জন্য আপনি ছবির মতো করে Google এ সার্চ দিবেন Game turbo download এরপর আসা যেকোনো লিংক থেকে গেম টার্বো সহ সিকিউরিটি অ্যাপটি ডাউনলোড করে নিন আগেও বলেছি গেম টার্বো ফিচারটি সব ফোন এ সাপোর্ট করে না তবুও এর মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন মনে রাখবেন গেম টার্বো কোন অ্যাপ না এটি সিকিউরিটি অ্যাপের একটি অংশ তাই গেম টার্বো লিখে সার্চ দিলেও সিকিউরিটি অ্যাপ আসবে।
This comment has been removed by the author.
ReplyDelete