কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো যায়

হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম,আপনারাও কি খুব সহজে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাতে চান টুডি হোক অথবা 3d যে কোন কার্টুন ভিডিও বানাতে পারবেন। তবে হ্যাঁ এটা জানিয়ে রাখা ভালো যে প্রফেশনাল মানের কার্টুন ভিডিও বানানোর জন্য অনেক দিনের অভিজ্ঞতা ও ভালো মানের কম্পিউটার গ্রাফিক্স কার্ড থাকাটা প্রয়োজন।মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানোর সম্ভব হলেও তা তেমন কার্যকর নয় ব্যবসায়িক ভাবে ব্যবহার করার জন্য।আপনি যদি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করতে চান এবং টাকা আয় করতে চান তবে আমার পরামর্শ হলো একটি ভালো মানের কম্পিউটার অথবা ল্যাপটপে সুইচ করুন। তবে খুশির খবর হলো যে বর্তমান সময়ে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে অনেকে আয় করছে চাইলে আপনিও পারবেনা এর জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন এবং পরিশ্রম ।।



কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো যায়



Curved Box with Theme Font

অ্যানিমেশন কি ??

অ্যানিমেশন বলতে বোঝায় কোন ছবিকে নাড়াচাড়া করানো বোঝায় একাধিক ছবিকে নাড়াচাড়া করিয়ে দেখানোকেও এক কথায় অ্যানিমেশন বলে। কার্টুন অ্যানিমেশন এর জনক বলা হয় Émile Cohl কে । ১৯০৮ সালে তিনি তৈরি করেছিলেন বিশ্বের প্রথম কার্টুন অ্যানিমেশন ভিডিও। তিনি প্রায় ৭০০ টিরও বেশি ছবি এঁকে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানিয়ে ছিলেন। তার প্রথম কার্টুন অ্যানিমেশন হলো Fantasmagorie ।


১ ৩ ডি অ্যানিমেশন 

২ ২ ডি অ্যানিমেশন 

৩ Traditional Animation 

৪ মোসন [ Motion ] অ্যানিমেশন 


এখানে আমারা শুধু কার্টুন অ্যানিমেশন নিয়ে কথা বলব এবং এটি কিভাবে মোবাইল দিয়ে খুব সহজেই বানানো যায় তা বলব।



আমরা সবাই অ্যানিমেশন ভিডিও পছন্দ করি । এ এইসব ভিডিও এতো আকর্ষনীয় হওয়ার কারণেই বাচ্চারা পছন্দ করে । আমরা প্রায় সেই যেসব কার্টুন ভিডিও দেখে থাকি আর সবই এনিমেশন এর মাধ্যমে তৈরি । বর্তমানে অ্যানিমেশন টিভির পাশাপাশি সোশ্যাল মিডিয়া অনেক জনপ্রিয় হয়ে পড়েছে তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আপনিও মোবাইল দিয়ে কার্টুন এনিমেশন ভিডিও বানাতে পারেন এবং মাসে লাখ লাখ টাকা আয় করতে পারেন তবে হ্যাঁ এটির জন্য কম্পিউটার হলে আরো ভালো হয় । 



Curved Box with Theme Font

কাটুন ভিডিও বানানোর অ্যাপস

কার্টুন ভিডিও বানানোর জন্য আপনাকে কিছু সফটওয়্যার এর অবলম্বন করতে হবে কারণ মোবাইল দিয়ে সরাসরি এনিমেশন ভিডিও বানানো যায় না এসব আপনি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরি পেয়ে যাবেন নিচে এর তালিকা দেওয়া হয়েছে।


১ Plotagon 3D


এই অ্যাপটির সাহায্যে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে থ্রিডি এনিমেশন ভিডিও তৈরি করতে পারবেন এবং youtube ও অন্যান্য সোশ্যাল মিডিয়া আপলোড করি মাসে একটা ভালো পরিমাণ আয় করতে পারবেন । এর জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি কে ইন্সটল করতে হবে আপনি চাইলে এই অ্যাপটির প্রিমিয়াম ভার্সন ক্রয় করতে পারেন তবে তা না করাই ভালো কারণ প্রথমত সবার এত বাজেট হয় না আপনি যদি প্রিমিয়াম ভার্সন না কিনেন তবে ওয়াটার মার্ক থাকবে। এখানে আপনি অনেক রকমের ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড সাউন্ড এনিমেশন পেয়ে যাবেন এর সাহায্যে আপনি প্রফেশনাল মানের একটি ভিডিও এনিমেশন তৈরি করতে পারবেন খুব সহজেই মোবাইল দিয়ে। এখানে আপনি ক্যারেক্টার কে নাড়াচাড়া করতে পারবেন আপনার ভাব ভঙ্গের ভিত্তিতে এনিমেশন দিতে পারবেন যেমন রাগ আনন্দ খুশি ইত্যাদি ।


২ Toontastic 3d


একটি গুগলের অফিসিয়াল এনিমেশন তৈরীর অ্যাপ এর সাহায্যে আপনি থ্রিডি এনিমেশনে তৈরি করতে পারবেন তবে গুগলের অন্য একটি রয়েছে যার সাথে ঠোঁটি এনিমেশন তৈরি করতে পারেন এটি হাতে পেন্সিলের Sketch এর মতো দেখায় কিছুটা । এরশাদ মে টুডে এনিমেশন ভিডিও তৈরি করতে পারেন এবং ইউটিউবে আপলোড করে টাকা আয় করতে পারেন তবে এনিমেশন তৈরির জন্য আপনাকে প্রথমে কাহিনী সনাক্ত করতে হবে আপনি কি ধরনের ভিডিও বানাতে চান ভুতের গল্প কৌতুক না অন্য কিছু তা আগে আপনাকে ঠিক করতে হবে ।


৩ Prisma3D 


এটি কার্টুনের পাশাপাশি মডেলিং কোন কিছু থ্রিডি এনিমেশন তৈরি প্রেসেন্টেশন বা কোন নতুন প্রজেক্ট এ উপস্থাপনের কাজে ব্যবহার করা হয় । ধরুন আপনি একটি বিমান তৈরি করতে চান এর আগে আপনি এইখানে থ্রিডি মডেলিং করে তা আগে থেকে নিশ্চিত হতে পারেন যে আপনার বিমানটি দেখতে কেমন হবে ।


৪ Blender 3D


এর সাহায্যে আপনি খুব সহজেই কার্টুন ভিডিও মডেলিং পোজ তৈরি প্রেজেন্টেশন ইত্যাদি তৈরি করতে পারবেন তবে এটি উপযোগী হবে আপনারা যারা পিসিতে এনিমেশন ভিডিও তৈরি করতে চান তাদের জন্য পিসির জন্য পারফেক্ট একটি অ্যাপ । এর জন্য আপনাকে একটি পিসি কিনতে হবে এই অ্যাপটি দ্বারা অ্যান্ড্রয়েডে খুব সম্ভবত ভালো অ্যানিমেশন তৈরি করা যায় না এর জন্য পিসি ভালো ।


৫ Auto Draft AI


এখন আমি যেই ওয়েবসাইটের কথা বলব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি কোন অ্যাপ না এটি এন্ড্রয়েড এর জন্য একটি সেরা ওয়েবসাইট এর নাম অটোড্রাফ্ট এআই এর সাহায্যে আপনি খুব সহজেই খুবই খুবই সহজেই কার্টুন এনিমেশন ভিডিও তৈরি করতে পারবেন ভয়েস ওভার করতে পারবেন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন ক্যারেক্টার কে মন মত নাড়াচাড়া করতে পারবেন । এটি মোবাইলের জন্য সবচেয়ে প্রফেশনাল মানের একটি ওয়েবসাইট । এর জন্য প্রথমে আপনাকে গুগলে লিখতে হবে Auto Draft AI । আপনাদের সুবিধার জন্য আমি এখানে অটো ড্রাফট এআই এর হোম পেজের একটি ছবি দিয়ে দিলাম যাতে আপনারা ভুল ওয়েবসাইটে প্রবেশ না করে বসেন এরপর আপনাকে এখানে সাইন আপ করতে হবে আপনি চাইলে গুগল দিয়ে একবারও করতে পারেন ।



কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো যায় Thirtha Tech

Image
কিভাবে বাংলা লেখা লিখলে ইংরেজি হবে
কিভাবে বাংলা লেখা লিখলে ইংরেজি হবে
Click here to read more
High quality Dofollow backlink list with link Thirtha Tech
High quality Dofollow backlink list here
Click here to read More

Comments

জনপ্রিয় পোস্টসমূহ