মোবাইল দিয়ে ফটো এডিটিং এর সফটওয়্যার

হেলো বন্ধুরা আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই যারা ফটো এডিটিং করতে চান তাই আমি আজকে কিছু দারুন অ্যাপ শেয়ার করতে চলেছি যা দিয়ে আপানারা খুব সুন্দর ছবি এডিট করতে পারবেন। আজকে তাই আমি এটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি । ফেসবুক এ স্টোরি হোক কিংবা টাইমলাইন সুন্দর ছবি ছাড়া উপায় নেই। সম্প্রতি অনেক আধুনিক সফটওয়্যার বের হয়েছে যা দিয়ে আপনি মোবাইল ফোন দিয়ে খুব সুন্দর ফটো এডিটিং করতে পারবেন  সেসব  এর মধ্যে অনেকগুলো সম্পর্কে আপনারা জানেন হয়তোবা একবার না একবার নিশ্চয়ই ব্যবহার করেছেন সে সম্পর্কে। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের ফোনে ভালো ক্যামেরা নেই সেক্ষেত্রে ফটো এডিটিং সফটওয়্যার খুবই দরকারি একটি জিনিস এছাড়াও ফটো এডিটিং করার জন্য অনেকেই জিক্যাম [ Google Camera ] ব্যবহার করে থাকেন কিন্তু সমস্যা হলো এটি সবার মোবাইল এ সাপোর্ট করে না । এতে একটি বড় সুবিধা হলো ফটো তোলার সাথে  সাথেই এডিট হয়ে বের হয় , তাই মোবাইল দিয়ে ফটো এডিটিং সফটওয়্যার খুবই প্রয়োজনীয়।  আমি আপনাদের সাথে এসব বিষয় শেয়ার করতে চলেছি । চলুন শুরু করা যাক। 



Image


 

ফটো এডিটিং মানেই হলো খারাপ ফটোকে সুন্দর করে তোলার প্রক্রিয়া এর মাধ্যমে একটি ছবিকে আরও বেশি ভালো করে তোলা‌ হয়। ফটো তোলার পর সাধারণ এটি‌ করা হয় এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ছবির আলো কম বেশি করা রঙের পরিমাণ ঠিক করা হয় মাঝে মাঝে একদম রঙশূন্য করে সাদা‌ কালো করা হয়। আমাদের সবার ফোনেই একটি সিস্টেম এর ফটো এডিটিং অ্যাপ থাকে যদিও সেটি ঠিক প্রফেশনাল না। মোবাইল দিয়ে প্রফেশনাল মানের ফটো এডিটিং করার জন্য ভালো সফটওয়্যার তো লাগবেই।



বন্ধুরা ফটো এডিটিং এর জন্য ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা খুবই দরকারি অনেক সময় আমরা ছবি তুলি কিন্তু ছবিতে অনেক জিনিস থেকে যায় যার জন্য ছবি সুন্দর দেখায় না‌ তাই‌ এই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সফটওয়্যার দিয়ে আগে ছবি থেকে অবাঞ্ছিত জিনিস সরিয়ে ফেলব তারপর আমরা‌ সেই ছবিটি খুব ভালোভাবে এডিট করতে পারব। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আগে ছবির পুরাতন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এখানে আমি কিছু অ্যাপ শেয়ার করব যা দিয়ে আপানারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন রিমুভ করতে পারবেন। প্রথমেই রয়েছে Baground eraser নামের একটি সফটওয়্যার যা আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোরে বিনামূল্যে পেয়ে যাবেন।


মোবাইল দিয়ে ফটো এডিটিং এর সফটওয়্যার

 

এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সফটওয়্যারটি আপনার ফোনে ইন্সটল করুন এরপর সিলেক্ট ফটোতে‌ ক্লিক করুন তারপর আপনার ফটোটি সিলেক্ট করুন এবং প্রয়োজনমতো আপনার ছবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিন এখানে আপনি প্রয়োজনমতো আপনার ফটোটিকে এডিট করতে পারবেন এটি মোবাইল দিয়ে ফটো এডিটিং এর জন্য ভালো একটি সফটওয়্যার এখানে 1 2 3 4 মাত্রার এডিটিং এর অপশন আছে যা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড এডজাস্ট করতে পারবেন আপনার সুবিধা মতো। তারপর আপনার ফটোকে গ্যালারি তে সেভ করে নিন এক ক্লিকের মাধ্যমে।

Small Curved Banner


আজকাল মোবাইল দিয়েই‌ খুব সহজেই ভালো‌ মানের ফটো এডিটিং সম্ভব। এখন আপনার ফটো এডিটিং এর জন্য কম্পিউটার থাকার প্রয়োজন নেই আপনি খুব সহজেই আপনার হাতের মুঠোয় থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে ফটো এডিটিং করতে পারবেন। প্রথমেই কথা বলি আপনার ডিভাইস এর সিস্টেম গ্যালারি নিয়ে এটিও একটি চমৎকার এডিটিং সফটওয়্যার এর সাহায্যে আপনারা খুব সহজেই আপনার ছবির কালার এডজাস্ট করতে পারবেন। ধরুন আপনার ছবির রং কম মনে হয়েছে আপনি এটি দিয়ে এর রং‌ কম বেশি করা , ছবির শার্পনেস Sharpness বাড়াতে কিংবা কমাতে পারবেন Briteness কমাতে বাড়াতে পারবেন HUE ঠিক করতে পারবেন। আমাদের ফটো তুলতে গেলে অনেক অবাঞ্ছিত জিনিস চলে আসে জা আপনারা Erase অনশনে‌ গিয়ে ঠিক করতে পারবেন। বর্তমান যুগ AI এর যুগ এখন তো‌ সব খানেই Artificial Intelligence চলে এসেছে অনেক ফোনে নিজে থেকেই AI এর ফিচার দেওয়া থাকে এর সাহায্যে আপনারা ছবির শার্পনেস এবং কোয়ালিটি অনেক গুন বেরে যায়। এছাড়াও আপনি ফিল্টার ব্যবহার করেও ছবির এডিটিং করতে পারবেন মোবাইল দিয়ে। এই তো গেল সিস্টেম এর কথা চলুন কিছু থার্ড পার্টি সফটওয়্যার এর কথা বলি যা আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোরে বিনামূল্যে পেয়ে যাবেন। 



মোবাইল দিয়ে ফটো এডিটিং এর সফটওয়্যার

 

এটি মোবাইল দিয়ে ফটো এডিটিং এর জন্য খুব জনপ্রিয় একটি অ্যাপ  আপনি যদি কোন এডিটিং মাঝ পথে ছেড়ে চলে যান তাহলেও এটি আপনার এডিটিং মনে রাখতে পারে এবং পুনরায় ঐ খান থেকে শুরু করে ।এটি ডিফল্ট ফিল্টার ব্যবহার করে ফিল্টার মিশ্রণ তৈরি করে এবং সংরক্ষণ করতে পারে। এর ফিল্টার এর  তালিকায় রয়েছে Drama, Grunge, Vintage। এতে আপনার সুবিধার জন্য কিছু ভালো মানের স্টক RAW ছবিও রয়েছে। একই সাথে এতে রয়েছে সুন্দর ইন্টারফেস সিস্টেম যা আপনাকে আরঙ আনন্দ দিবে । গত বছরের মানে ২০২৫ সালের অক্টোবরে, একটি আপডেট এ "অবজেক্ট ব্রাশ" চালু করে, যা একটি এআই মডেল। যদিও এটি আগে থেকেই ছিল কিন্তু অন্য ভাবে  এটি যারা ব্যবহার করে তাদের আর ও সুবিধা করে দেয় ফটো এডিটিং করতে।



মোবাইল দিয়ে ফটো এডিটিং এর সফটওয়্যার


Picsart হলো অন্যতম ফটো এডিটিং সফটওয়্যার মোবাইল এর‌ মধ্যে যা প্রায় ১ বিলিয়ন এর ও বেশী মানুষ ব্যবহার করে এবং এটি প্রতিষ্ঠিত হয় ২০১১ সালের নভেম্বরে মাসে Yerevan এ  এটি এডিটিং এর সেরা সফটওয়্যার এখানে আপনি পেয়ে যাবেন খুব সুন্দর ফিল্টার, এফেক্ট যার সাহায্যে আপনারা খুব সহজেই আপনার ফটো এবং ভিডিও এডিটিং করতে পারবেন আরও আছে সুন্দর স্টিকার টেমপ্লেট ইত্যাদি । এখানে আপনি পেয়ে যাবেন প্রায় ৫০ টির‌ বেশি টুলস। এটি আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোরে বিনামূল্যে পেয়ে যাবেন এবং এটি easily to Use app এই সফটওয়্যার টি মূলত creative কাজের জন্য বেশি ব্যবহৃত হয়। এসব ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করলে ছবি অনেক সুন্দর হয় Facebook Instagram এ ভালো রিচ আসে এবং ছবিটি প্রফেশনাল মানের হয়




মোবাইল দিয়ে ফটো এডিটিং এর সফটওয়্যার

 

Remini হলো অন্যতম ফটো এডিটিং সফটওয়্যার মোবাইল এর‌ জন্য এটি ব্যবহৃত হয় মূলত ফটো Resize , Enhance এর জন্য আপনি চাইলে আপনার পুরাতন ছবি এর মাধ্যমে নতুন এর মতো করে তুলতে পারেন এত অত্যাধুনিক এআই ফিচার দেওয়া হয়েছে পুরাতন ফাটা অস্পষ্ট ছবিকে নতুনের মত করে তুলতে পারে তবে এটি‌ সবসময ব্যবহার করার জন্য আপনাকে Premium Subscription কিনতে হবে না হয় বিজ্ঞাপন দেখে Credit point দিয়ে চালাতে হবে।


Comments

জনপ্রিয় পোস্টসমূহ