হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম বকুল ফুল বকুল ফুল বাংলা লোকসংগীতটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং আবেগপ্রবণ গান। আপনারা অনেকেই এই গানের সঠিক লিরিক্স অনলাইন এ খুঁজে বেড়ান তাই আমি আপনাদের এই বকুল ফুল বকুল ফুল গানের লিরিক্স টি দিতে চলেছি। এই গানটি তার সুর ও মাধুর্যতার কারনে মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। এই গানটির মাধ্যমে আমাদের গ্রামের মানুষের প্রেম ভালোবাসা বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে । এই পোস্টে আপনি জানতে পারবেন বকুল ফুল বকুল ফুল গানের গীতিকার কে, গানের সম্পূর্ণ ও নির্ভুল লিরিক্স । আপনারা চাইলে এই গানটি গিটার 🎸 ও হারমোনিয়াম এর মাধ্যমে গাইতে পারবেন।
বকুল ফুল বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালবাসা যার সনে যার ভালবাসা, সেইতো মজা লোটে লো। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আমার জামাই ধান বায় হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে। আমার জামাই ধান বায় হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে সোনা দেহে ঘাম ঝরে, দুঃখে পরান ফাটে লো। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। শাওন ও ভাদ্রর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে। শাওন ও ভাদ্রর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে। ইচ্ছে জামাই করবো আদর ইচ্ছে জামাই করবো আদর, দানাতো নাই ঘরে লো। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
আশা করি আপনাদের লিরিক্স টি ভালো লেগেছে । এটি একটি পুরাতন গান যা মানুষের মন ছুয়ে দিয়েছে তাই চলুন জেনে নেই এই গানটির সম্পর্কে ।
• গানটির গায়ক • গ্রামবাংলার অসংখ্য লোকশিল্পী বাউল শিল্পীরা মঞ্চ ও পালাগানে আধুনিক ফোক ফিউশন ব্যান্ডেরাও • লোকগানের ভাষায় এর অর্থ • প্রেম আকর্ষণ গ্রামবাংলার সরল রোমান্টিক অনুভূতি কখনো কখনো নারী–পুরুষের সম্পর্ক
Comments
Post a Comment